মালদা

ঈদের আগেই রাস্তায় জমল বর্ষার জল, ভোগান্তির মুখে মহিষবাথানীর বালুয়া তোলা গ্রামের বাসিন্দারা

পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের বালুয়া তোলা গ্রামে প্রায় দুই কিলোমিটার রাস্তা বাহান্ন লাখ টাকা ব্যয় করে ঢালাই করা হয়েছে। কিন্তু বর্ষার মরশুম পড়তেই ওই রাস্তায় প্রায় এক হাঁটু জল জমতে শুরু করেছে। তাই হাঁটা চলা দায় হয়ে পড়েছে এলাকাবাসীদের। কিন্তু অভিযোগ, রাস্তার ধারের বাড়িগুলো নিজেদের বাড়ির সামনের সীমানা উঁচু করায় জলের নিকাশি ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, ফলে রাস্তার উপরে জল জমে যাচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়ছে রাস্তা দিয়ে যাতায়াত কারী সাধারণ মানুষজন। 

ওই এলাকার স্থানীয় এক মহিলা অভিযোগ করেন যে, আগামীকাল পবিত্র ঈদ এবং এই ঈদের নামাজ পড়তে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই জল কাঁদা পেরোলেই ওযু নষ্ট হয়ে যাবে এবং নামায হবে না, তাই তাদের দাবী, দ্রুত এ রাস্তা সংস্কার হোক। 

এ বিষয়ে মহিষ বাথানি অঞ্চলের প্রধান গুমানি শেখকে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, খুব শীঘ্রই নিকাশি ব্যবস্থা করা হবে। এরপর জল আর দাঁড়াবে না এবং এদিনের মধ্যেই পাম্প লাগিয়ে সেখানকার জল পরিষ্কার করে দেয়া হবে।